সিরাজুর রহমান#
বিংশ শতাব্দীর ৮০-এর দশকে USS Kitty Hawk (CV-63) মার্কিন নৌবাহিনীর সর্বশেষ ব্যবহৃত কনভেনশনাল শক্তিচালিত সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল। এটি ১৯৬১ সালের ২৯ এপ্রিল কমিশন লাভ করে এবং প্রায় ৪৮ বছর ধরে একাধিক কমব্যাট মিশনে সক্রিয়ভাবে ব্যবহার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শিপবিল্ডিং কর্পোরেশন নির্মিত এই বিশাল জাহাজটি স্টিম টারবাইন দ্বারা চালিত একটি শক্তিশালী কনভেনশনাল সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার। কোল্ড ওয়ার যুগে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং বিশাল আকারের নেভাল ভ্যাসেল হিসেবে টিকে ছিল। (
এতে আটটি বয়লার ও চারটি টারবাইন ইঞ্জিন ছিল, যা সম্মিলিতভাবে প্রায় ২৮০,০০০ শ্যাফট হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করত। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩২.৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারত এবং সম্পূর্ণ লোড অবস্থায় এর ওজন ৮০ হাজার টনেরও বেশি ছিল, যদিও নিজস্ব ওজন ছিল ৬৩ হাজার টনের কাছাকাছি।
আয়তনের দিক থেকে এর দৈর্ঘ্য ৩২৫.৮ মিটার, বিম ৮৬ মিটার ও ড্রাফট ১২ মিটার। USS Kitty Hawk সর্বোচ্চ ৯০টি যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন বহন করতে সক্ষম ছিল। এর ফ্লাইট ডেকে একসময় F-4 Phantom II, A-6 Intruder, F-14 Tomcat এবং পরবর্তীতে এতে F/A-18 Hornet যুদ্ধবিমান পরিচালনা করা হতো।
এটি একবার সম্পূর্ণ ফুয়েল নিয়ে মহাসাগরে একটানা প্রায় ২০ হাজার কিলোমিটার ( প্রতি ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল গতিতে) পর্যন্ত কমব্যাট মিশন পরিচালনা করে। যদিও এর সর্বোচ্চ গতি ছিল ৩২.৫ নটিক্যাল মাইল/ঘণ্টা। নিজস্ব প্রতিরক্ষার জন্য এতে RIM-7 সি স্প্যারো মিসাইল, RIM-116 RAM লঞ্চার এবং ফ্যালানেক্স CIWS সিস্টেম ইনস্টল করা ছিল।
প্রায় ৫,৬০০ কর্মকর্তা, নাবিক ও স্টাফ নিয়ে এটি একটি ভাসমান বিমান ঘাঁটিতে পরিণত হয়েছিল। যদিও আমেরিকার নৌবাহিনী ২০০৯ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি অবসরে পাঠিয়ে দেয়, তারপরও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কৌশলগত কারণে এটি কয়েক বছর পর্যন্ত সচল অবস্থায় রিজার্ভে রাখা হয়েছিল।
তবে গত ২০২১ সালে মার্কিন নৌবাহিনী স্থায়ীভাবে এটি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয়। ধ্বংসের কাজ ২০২৩ সালে শুরু হয় এবং চলতি ২০২৫ সালের মধ্যেই পরিকল্পনা মাফিক USS Kitty Hawk এয়ারক্রাফটটিকে সম্পূর্ণভাবে স্ক্র্যাপিং বা ভেঙে ফেলা হয়েছে।
কিটি হক নিউক্লিয়ার শক্তিচালিত না হলেও, এর নকশা, অপারেশনাল রেঞ্জ ও যুদ্ধক্ষমতা এটিকে ইতিহাসের অন্যতম সফল ও শক্তিশালী কনভেনশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি ১৯৯০-এর দশকে পার্সিয়ান গালফ ওয়ারসহ বিভিন্ন যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
২০২৫ সালের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনী বর্তমানে প্রায় ১১-১২টি নিউক্লিয়ার শক্তিচালিত সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে। এগুলো প্রধানত Nimitz ও Gerald R. Ford শ্রেণির ক্যারিয়ার। অন্যদিকে, ফ্রান্স একটি নিজস্ব প্রযুক্তির নিউক্লিয়ার শক্তিচালিত ক্যারিয়ার (Charles de Gaulle) পরিচালনা করে।
বর্তমানে (২০২৫ সাল পর্যন্ত) নিউক্লিয়ার না হলেও চীন তিনটি (Liaoning, Shandong, Fujian) কনভেনশনাল ক্যারিয়ার পরিচালনা করে। ভারত দুটি (INS Vikramaditya, INS Vikrant) এবং রাশিয়া একটি (Admiral Kuznetsov, সীমিত সক্রিয়তা) ক্যারিয়ার পরিচালনা করে।
অন্যদিকে যুক্তরাজ্য দুইটি (Queen Elizabeth ও Prince of Wales), ইতালি দুইটি ও স্পেন একটি কনভেনশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে। তবে আজ পর্যন্ত আমেরিকার USS Kitty Hawk-এর সমমানের কনভেনশনাল সুপার ক্যারিয়ার বিশ্বের অন্য কোনো দেশ ডিজাইন ও তৈরি করতে পারেনি।#
-- বিজ্ঞাপন ---
পূর্ববর্তী সংবাদ
How China Became a Global Economic and Tech Superpower: Growth, Trade & Innovation in 2025
পরবর্তী র্সবাদ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.