অনুরূপ টিটো, ফিনল্যান্ড (হেলসিংকি)
গত রোববার(৮ই জুন) সন্ধ্যায় হেলসিংকির একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো হেলসিংকি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি রোটারীয়ান আন্না-লিসা, ২০২৫-২৬ সালের জন্য নির্বাচিত সভাপতি রোটারীয়ান নূরের জামান ভূঁইয়াকে ক্লাবের কলার হস্তান্তর করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট – ১৪২০ এর গভর্নর রোটারীয়ান ইয়েরে, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারীয়ান বার্জার ও লিসা।
ডিস্ট্রিক্ট গভর্নর ইয়েরে তার বক্তব্যে বলেন, রোটারিয়ানরা মানবসেবার ব্রত নিয়ে কাজ করছেন। সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছেন। ‘ইউনিট ফর গুড’ প্রেসিডেন্টরা সেবার মাধ্যমে মানুষের জীবনে কল্যাণকর পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর বার্জার বলেন, মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, প্রত্যেকে আমরা পরের তরে। এই মহান ব্রত নিয়েই তিনি মানবকল্যাণে নিয়োজিত থেকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সভাপতি ঐতিহ্যবাহী ক্লাবকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন বলেই তার বিশ্বাস।
সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লিসা বলেন,সভাপতি জামানের নেতৃত্বে হেলসিংকি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন। সদ্য বিদায়ী সভাপতি আন্না-লিসা তার বক্তব্যে ২০২৪-২৫ সময়ে তাকে সহযোগিতার জন্য ক্লাব এবং ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নূরের জামান ভূঁইয়া তার সমাপনী বক্তব্যে আগামী বর্ষে তার পরিকল্পনা পেশ করেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, রোটারিয়ান জামান প্রথম কোন বাংলাদেশি যিনি ঐতিহ্যিবাহী ক্লাবটির সভাপতি নির্বাচিত হলো।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি রোটারিয়ান টমি, অনুরূপ কান্তি দাশ,আজিজুল হক পাপন সহ অন্যন্য অতিথিবৃন্দ।#
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.